জন্মের পর মানুষ গড়ার
প্রধান শিক্ষক মা’য়
বাবা হলেন সহঃ প্রধান
সালাম শিক্ষাগুরুদের পা’য়।
মুসলিম তাই মক্তব আমার
প্রথম বিদ্যাপিঠ
হাফেজ হারুন প্রথম শিক্ষক
গড়ে ছিলেন ভীত।
প্রাথমিকের প্রধান বাচ্চু স্যার
ছিলেন মঞ্জুর স্যার আরও
শাহাজদ্দিন স্যার সেলিনা ম্যাম
বলতেন, মনোযোগ দিয়ে পড়ো।
মাধ্যমিকে বহু স্যারের
দীক্ষা ছিলো বেশ
তাদের মাঝে নান্নু স্যার
স্মৃতিজুরে কাটেনি তাঁর রেশ।
কিবরিয়া স্যার,রাজ্জাক স্যার,
আবুল বাশার হুজুর
আমেনা লিপি, মুক্তা আপা
দোয়া করলেন, চলতে বহুদূর।
ছিলেন আরো আরমান হুজুর
বন্ধুর মতো স্যার
এহতেশাম আর মোকসেদ হুজুর
শাসাতেন ধরে ঘাড়।
উচ্চ শিক্ষায় বোরহান হুজুর
শেখাতেন নেতৃত্বের কৌশল
রহমতুল্লাহ হুজুর ফারায়েজের
বুঝাতেন সব ফলাফল।
আনোয়ার স্যার রোমাঞ্চকর
সাহিত্যের পাঠ দিতেন
ইংলিশ নিয়ে জাকির স্যারে
রসিকতাও করতেন।
ভার্সিটিতে দর্শন পড়ে
সৃষ্টি ও স্রষ্টা নিয়ে ভাবনা
ড. মাহবুবুর রহমান স্যার
শিখালেন মোরে ধর্ম চেতনা।
কম্পিউটারে হাতেখড়ি
আব্দুল্লাহ ভাইয়ের হাতে
লেখালেখি চর্চার সুযোগ
আলম ভাইয়ের কাছে।
বাস্তবতা শিক্ষা দিলেন
গুরু মীর আব্দুল আলীম ভাই
টিভি’র সংবাদ শিখালেন
শামসুল হক বসুনিয়া ভাই।
আরো নানা শিক্ষা পাই
চলতে পথে পথে
ঠকে -জিতে চিনতে পাই
সুখ কিংবা দুঃখে।
ছদ্মবেশি চেনার ছিলো
বহু বিষয় জানতে চাই
জানাবেন যিনি,সম্মান করে
শিক্ষক তাকে মানতে চাই।