নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া বাজার এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমন হোসাইন, তাজু, মাহিন, তামিম, মাহিদ, জিলানি, শাহিন, সাহাদ, রাব্বি, সবুজ, সজিব, আলিফ, শিশির, ফারুক, শিমুলসহ আরও অনেকে।
এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমন হোসাইন বলেন, ঈদ উপলক্ষে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভুইঁয়ার নির্দেশে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। এগুলা কোন সাহায্য নয় এগুলা মানুষের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। দিপু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা সর্বদা সোচ্চার রয়েছি।