মাহামুদুল হাসান নয়নঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর ৫ টি ঘাটের দেড় শতাধিক হত দরিদ্র নৌকা মাঝিদের টি শার্ট,পাঞ্জাবিসহ ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আরমান মোল্লা ও তার সহধর্মীনি তানজিলা ইসলাম ।
৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ, সাহাপুর, জাঙ্গীর, পিতলগঞ্জ,ব্রাহ্মণখালী গুদারা ঘাটের দেড় শতাধিক মাঝিদের হাতে হাতে এসব উপহার সামগ্রি বিতরণ করেন তারা।
এ সময় আরমান মোল্লা তার বক্তব্যে বলেন, ঈদ সবার আনন্দ ভাগাভাগি করার ধর্মীয় উৎসব। বিত্তবানরা যদি তাদের পাশে দাড়ান তবে তারাও হাসি খুশিতে জীবন যাপন করতে পারবেন। কারন বর্তমানে বাজারে সব পন্যের দাম বেশি।তাদের অল্প আয়ে এসব পন্য ক্রয় সম্ভব না। তাই তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সবাই মিলে রূপগঞ্জ ইউনিয়নকে আধুনিক ও দরিদ্রমুক্ত করবো। সব সময় দরিদ্রদের পাশে থাকবো।