রূপগঞ্জ বার্তা ডেস্কঃ মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যাঁ বলি এই শ্লোগানকে সামনে রেখে মানবসেবা ব্লাড ও সমাজ কল্যান সংস্থা এর উদ্যোগে ফুটবল ট্রুর্নামেন্ট এর আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের টান-মুশুরী বালুর মাঠে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মানবসেবা ব্লাড ও সমাজ কল্যান সংস্থা এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ রমজান আলী মন্ডল এর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভুঁইয়া।
অতিথিরা শান্তির পায়রা উড়িয়ে খেলার উদ্ধোধন করেন।
রেফারীর দায়িত্ব পালন করেন রুবেল আহম্মেদ
ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনাম আরিফ স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকলেও দ্বীতায়ার্ধে ১ গোলে লিড পায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।
শেষ সময় পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।
খেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত গোলাম রসূল আজিম মিয়া, নিজাম মিয়া, সহ অনেকে
এসময় অতিথিরা বলেন যুব সমাজের প্রতি খেলার গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন মাদক যুব সমাজকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। মাদকে থেকে রক্ষা পেতে খেলাধুলার বিকল্প নেই।