ডেস্ক নিউজ: স্বাধীনতার মাসে ওয়ালটন প্লাজা – সোবহানিঘাট ও চন্ডিপুল সিলেট এর উদ্যোগে ‘ওয়ালটন ডে’ পালন করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কেক কেটে ‘ওয়ালটন ডে’ এর শুভ সূচনা করেন। শনিবার (২০ মার্চ) বীর মুক্তিযুদ্ধাদের নিয়ে সকাল ৯:৩০ মিনিটে ওয়ালটন ডে উপলক্ষে একটি র্যা লীর আয়োজন করা হয়। র্যা লীটি সোবহানিঘাট থেকে বন্দর হয়ে নাইওরপুলে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযুদ্ধের কমান্ডার সুব্রত চক্রবর্তী সহ আরো ৭ জন বীর মুক্তিযুদ্ধা। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বিক্রয় ও উন্নয়ন বিভাগ এর ডিভিশনাল হেড ইমরোজ হায়দার খান, সিলেট দক্ষিনের এরিয়া ম্যানেজার সুমন রায় চৌধুরী, ওয়ালটন প্লাজা -সোবহানিঘাট সিলেট এর ম্যানেজার সুজন কর্মকার ও চন্ডিপুল শাখার ম্যানেজার দেবদুলাল চক্রবর্তী ।