রূপগঞ্জ বার্তা ডেস্ক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস সড়কের উপজেলার চরপাড়া ও টেংরারটেক এলাকা থেকে ২৩ জুলাই (শুক্রবার) অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে ধারনা করছে পুলিশ। চরপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। ও টেংরারটেক এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের হাত পা বাঁধা ও শরীরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে।লাশ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে।