খোরশেদ আলম রূপগঞ্জ ঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিদের্শনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নায়ামাটিতে পূজা মন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ ত্রিকেট বোর্ড ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা
।১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নায়ামাটিতে নয়ামাটি শ্রী শ্রী জাতীয় দূর্গা মন্দিরপরিদর্শন করেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ও বাংলাদেশ ত্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।এ সময় বক্তারা বলেন -ধর্ম যার যার উৎসব সবার। সারাদেশে ন্যায় রূপগঞ্জেও ৪৩ টি পূজা মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ সময় বক্তারা আরো বলেন কায়েতপাড়ায় কোন হাইব্রিড নেতাদের ঠাঁই হবে না। আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে বিজয়ের মালা পরিয়ে সকলকে ঘরে ফিরার আহ্বান জানান। এবং আরো বলেন- সনাতন ধর্মাবলম্বীদের পাশে আওয়ামী লীগ সরকার সব সময় ছিলো থাকবে।শ্রী রবি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ত্রিকেট বোর্ড ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সেলিনা আক্তার রিতা,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার,কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু ,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয় প্রমুখ।