রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এসময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, কামরুল হাসান, আল বাক্কি আবির সহ ২৫ নেতাকর্মী ২৫ নেতাকর্মী আহত বলে জানা যায়।
মঙ্গলবার দুপুরে উপজেলার হাসেম ফুডস কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে
মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার কর্নগোপ এলাকার হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানার ভবন পরিদর্শনে আসেন।
এসময় কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
এ নিয়ে গেইটের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে বের হলে উভয় গ্রুপ রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন। এসময় দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ছুড়তে শুরু করে।
সংঘর্ষকালে কারখানায় বেতন নিতে আসা শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। সংঘর্ষে নাসির উদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পুলিশ লাটিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।