রূপগঞ্জ বার্তা ডেস্ক ঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার, পীর কাশিমপুর গ্রামের মোঃ জাভেদ নাছিম, পিতা মৃত মোঃ নাছিম উদ্দিন, প্রাক্তন ডিসি ফুড
আমি সর্ব প্রথম রক্তদান করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে রেড ক্রসের ব্লাড ডোনেট ক্যাম্পেইনে, তখন ব্লাড গ্রুপ জানতামনা। ব্লাড দিয়েই গ্রুপ জানি। ২৭/১০/১৯৮৬ ইং প্রথম রক্তদান।
০৭/০২/২০২১ সর্বশেষ এক লিকুমিয়া আক্রান্ত চার বছরের বেবীকে ২০০ মিলি দেই বিএস এম এম ইউতে
সর্বমোট ১৮০ বার রক্ত দান তার মাঝে ১২২ বার ৪৫০ মিলি করে বড় দের।
৫৫ বার বাচ্চাদের যা ২০-৩০০ মিলি
৩ বার প্ল্যাটিলেট।
উনার বক্তব্য
“আমি সবাইকে বলবো আসুন আমরা সবাই স্বেচ্ছায় রক্তদান করি অসহায় রোগীর জীবন বাঁচাই, পাশাপাশি আসুন মরণোত্তর চক্ষুদানের অংগীকার করি।
আমি একজন মরণোত্তর চক্ষুদানে অংগীকারবদ্ধ”।