মাহামুদুল হাসান নয়ন :- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) ও বাংলাদেশ ক্রিকেট র্বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা এর নির্দেশনায বিপুল পরিমান নেতা-কর্মী নিয়ে যোগ দিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল।
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৪ নভেম্বর) বিকালে ৩টা ৪৬ মিনিটে রাজধানীর আরামবাগের সমাবেশ এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আগারগাঁওয়ে অংশের স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল অংশে আসেন শেখ হাসিনা। এতে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।