মাহামুদুল হাসান নয়ন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকায় ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে ৪ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল বারী বকুল প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আরও উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মানজারী আলম টুটুল, ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি গাফ্ফার মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক সামাউন মোল্লা, ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া,আওয়ামীলীগ নেতা বাবু ভূইয়া প্রমূখ
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রীজ-কালভার্ট, রাস্তাঘাটসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন করে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়, যার প্রমাণও শেখ হাসিনা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পাতাল মেট্রোরেল উপহার দিয়েছেন। শিক্ষার্থীরা ১ জানুয়ারী বিনামুল্যে নতুন বই পাচ্ছে। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান করা হচ্ছে।”