, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঃঃ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা সকলের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে ঘুরছে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মূলত কাছ থেকে মানুষের সমস্যা গুলো জেনে এবং কেউ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় তার জন্য এ কর্মমুখী উদ্দ্যোগ বলে জানিয়েছেন তিনি।
২১ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা পৌঁছে দিতে ৫নং ওয়ার্ডের নগরপাড়া গ্রাম এসে সেবা প্রদান করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান।
এ সময় এলাকাবাসী বলেন- আমরা কখনো এই রকমের সেবা পাইনি।আগে চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট নিতে গেলে চেয়ারম্যান এর পিছনে পিছনে ঘুরতে হতো। কিন্তু এখন চেয়ারম্যান সাহেব আমাদের কাছে এসে ইউনিয়ন তথ্য সেবা দিচ্ছে।এতে করে আমরা হয়রানির শিকার হতে রক্ষা পাচ্ছি। এবং আমরা আমাদের পরিপূর্ণ সেবা পাচ্ছি। ধন্যবাদ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুর রহমানকে।
এ সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় আমাদের এ কর্মমুখী উদ্দ্যোগ। কায়েতপাড়া বাসী যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়।এবং সহজেই সঠিক সেবা পেতে পারে তার জন্য গ্ৰামে গ্ৰামে গিয়ে সেবা প্রদান করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ।কায়েতপাড়া বাসীর যেকোনো সমস্যায় ইনশাআল্লাহ আমি তাদের পাশে থাকবো।এ সময় তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।