ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের মা মাটি ও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে নির্বাচনে অংশগ্রহণ করছেন বঙ্গ টিভির ব্যাবস্থাপণা পরিচালক ও বঙ্গ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাসেল মিয়া হৃদয়।
এসময় এলাকাবাসী জানায় রাসেল মিয়া হৃদয় করোনাকালীন সময়ে আমাদের পাশে ছিলেন। এছাড়াও এলাকাবাসীর সবার বিপদে আপদে সব সময় রাসেল মিয়া হৃদয় ভাইকে পাওয়া যায়। আমরা চাই রাসেল মিয়া হৃদয় ভাই যেনো চেয়ারম্যান হয়ে এলাকাবাসীর জন্য কাজ করতে পারে।
আরেক জন এলাকাবাসীর জানায় মানবিক কাজের মধ্যে দিয়ে তুজারপুর ইউনিয়নের মা মাটি ও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে এই মানবতার অগ্রদূত রাসেল মিয়া হৃদয় ভাই।
রাসেল মিয়া হৃদয়ের সাথে কথা বলে যানা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তুজারপুর ইউনিয়ন বাসীর পাশে থাকতে চায় রাসেল মিয়া হৃদয়।
রাসেল মিয়া হৃদয় আরো বলেন,আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সত্য পথের পথিক, ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের আস্থা বাজন এবং তুজারপুর ইউনিয়ন বাসীর এক কনিষ্ঠ প্রান হয়ে তুজারপুর ইউনিয়ন কে রোল মডেল হিসেবে পরিচয় করবো ইনশাআল্লাহ তার জন্য চাই সকালের দোয়া ও ভালোবাসা।