রূপগঞ্জ বার্তা ডেস্কঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামসাইর কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে কামসাইর কবরস্থান উন্নয়ন কল্পে ২য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৭ ই ফেব্রুয়ারি রবিবার বিকেলে কামসাইর কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে ও কায়েতপাড়া ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় কামসাইর ঈদগাহ মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত ওয়াজ ও মাহফিলে হযরত মাওলানা আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রবিফুল ইসলাম রফিক, প্রধান বক্তা ছিলেন আল্লাহমা নাসির ইকবাল বিন শাফী।
ওয়াজ মাহফিলে অত্র এলাকার হাজী পাগড়ি প্রদান ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া। এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান কবরস্থান উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।