খোরশেদ আলম ঃঃ “বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য”স্লোগানকে প্রতিপাদ্য করে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নরসিংদী সরকারি কলেজ মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে র্্যালি , মনোবৈজ্ঞানিক প্রদর্শনী ,চিএ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নরসিংদী সরকারি কলেজ মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাজির আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক খোরশেদ আলম এর সঞ্চালনায় ১০, অক্টোবর রবিবার সকালে নরসিংদী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগে এ র্্যালি, মনোবৈজ্ঞানিক প্রদর্শনী ,চিএ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা বিভিন্ন মনোবৈজ্ঞানিক প্রদর্শনী প্রদর্শন করে। এবং পরীক্ষনের ফলাফল উপস্থাপন করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মােশতাক আহমেদ ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিব উল আলম,স্বাগত বক্তব্য প্রদান করেন মনােবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মােঃ মিজানুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ সহ মনোবিজ্ঞান বিভাগের সকল বর্ষের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।, এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন-আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়েছে। যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তারাই নয় বরং যারা এখনো এই রোগে আক্রান্ত হননি তাদের মাঝেও বাড়ছে মানসিক নানা সমস্যা। একইসঙ্গে যারা কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মাঝেও দেখা দিচ্ছে নানা রকম মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব। এর ফলে সামাজিকভাবেও দেখা যাচ্ছে নানা রকমের বিশৃঙ্খলা। আর এমন এক পরিস্থিতিতে বিশ্বব্যাপী এবার পালিত হচ্ছে মানসিক স্বাস্থ্য দিবস। এ সময় বক্তারা আরো বলেন শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এসময় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সকলের মানসিক সুস্বাস্থ্য কামনা করেন।