নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়েরছাঁয়া সমবায়ের নামে ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পরিচালকদের পালিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। ৮ মে বুধবার বিকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেয় সমিতির হাজারো গ্রাহক। এ সময় ভুক্তভোগীদের মাঝে মধু মিয়া তার বক্তব্যে জানান, তার ২১ লাখ টাকা মায়ের ছাঁয়ায় বিনিয়োগ করা হয়েছিলো। কিন্তু পরিকল্পিতভাবে এর পরিচালক মোঃ হোসেন, নিপু দাস,বাদল মিয়া,সোহেল মিয়াগং ৩ হাজারের অধিক গ্রাহকের বিভিন্ন সময়ে আদায় করা প্রায় ৯০ কোটি টাকা নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। এ বিষয়ে আমরা মামলা করলেও প্রচারকদের ধরতে পারেনি পুলিশ। এখন আমাদের বহু গ্রাহক নিঃস্ব হয়ে গেছে। বহুলোক তার শেষ সম্বল এখানে আমানত রেখেছিলো। এ সময় মানববন্ধনে অংশ নেয়া অন্যান্যা বক্তারা জানান, প্রতারকরা মায়ের ছাঁয়া নামে গ্রুপ খুলে হাসপাতাল,সমিতি, মাছ চাষসহ বহু জমি জমা ক্রয় করেছে। এসব বিক্রি করে হলেও গ্রাহকের টাকা ফেরত দিতে হবে।