রূপগঞ্জ বার্তা ডেস্কঃ কেনো এত জ্বলা গানের পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতা মাতানো গীতিকার স্বপন দাস বিজয়।
তার নতুন গানের নাম ‘এলেনা ফিরে । এবারের ঈদ উপলক্ষে গানটির অডিও আকারে রিলিজ করবে উপমা তালুকদার ইউটিউব চ্যানেল।
গানটি কন্ঠ দিয়েছেন সিলেটি কণ্ঠশিল্পী রিয়া তালুকদার ও সুর করেছেন এস রুহুল এবং মিউজিক করেছেন দেবাশিষ দে পল্লব।।
গানটির শিল্পী রিয়া তালুকদার জানায়,অনেক দিন পর ভালো একটি গান করলাম,গানটি উঠে এসেছে এক প্রবাসীর স্ত্রীর না পাওয়া নিয়ে কষ্টের কথা।আশা করি গানটি সবার ভালো লাগবে।
স্বপন দাস বিজয় বলেন, গানটি লিখতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘এলেনা ফিরে’ গানটি তৈরি করা থেকে অডিও নির্মাণসহ প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার উপমা তালুকদার আপুর উৎসাহ, উদ্দীপনা ও সহযোগীতায় এ গানের আয়োজন করতে পেরেছি।
আশা করি গানটি সবার
জন্য ঈদ ও পুঁজায় একটু হলেও বিনেদোন দিতে পারবো।
সামনে আরো ভালো কিছু কাজ হাতে নিয়েছি, সে গানগুলো হলো মা,হইলাম ভবে দোষী,সুখ কপালে নাই,তোমায় কত ভালোবাসি” গান নিয়ে সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই।