ফয়সাল আহমেদ,রূপগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শুক্রবার বিকেলে গোলাকান্দাইল (মধ্যপাড়া) এলাকায় রংতুলি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। রংংতুলি ব্লাড ফাউন্ডেশ এর উদ্যোগে প্রায় দুইশত পঞ্চাশ (২৫০) জন মানুষের ব্লাড গ্রুপ টেষ্ট করেন সামাজিক সংগঠন টি।এ সময় উপস্থিত ছিলেন রং তুলি ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা এম এম আরিফুল ইসলাম আরিফ, এবং প্রতিষ্ঠাতা রাফসিন হোসাইন শরিফ, এ সময় উপস্থিত ছিলেন রংতুলি ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি রবিন খান, সহ সভাপতি আল-আমিন মিয়া, সাধারণ সম্পাদক তাসিন হাসান কাউছার, ফেরদৌস, সিয়াম, সৌরভ, মাহবুব রাফি, সাকিব,অলি-উল্লা, সোহাগ, অনিক, হৃদয়, রুনা, মুক্তা, সুরাইয়া, মালিহা, সিনথিয়া আক্তার, শিমা, এরিনাসহ অনেকেই।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাই বন্ধু একতা যুব সংঘ ।এ সময় রং তুলি ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাফসিন হোসাইন শরিফ বলেন, সকলের ব্লাড গ্রুপ জানা জরুরী, কেনো না ব্লাড গ্রুপ জানা থাকলে সময় সময় কাজে আসে, আমরা সর্বদা মানুষের সেবার জন্য কাজ কি, অসহায় মানুষের সেবায় আমরা সব সময় প্রস্তুত। রংতুলি পরিবারের আহবান, অসহায়ত্বের করে সেবা দান।