নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশের পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি`র নির্দেশনায়
ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর নিজ অর্থায়নে সনি কাচারি বাড়ি মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের জন্য কোরবানীর গরু উপহার দেন।
রবিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার পূর্বাচল হারার বাড়ি এলাকায় এ কোরবানির গরু বিতরণ করা হয়।
এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন, দেশে চলমান করোনা মহামারি কারণে অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা গুলোর আয়ের উৎস প্রায় বন্ধ বললেই চলে। আর তাই মাদ্রাসা ও এতিমখানার অসহায় , দরিদ্র , এতিম ছাত্রগুলো পড়েছে বিপাকে আর এসকল ছাত্রদের কথা চিন্তা করে আমার নেতা মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন অসহায় ছাত্রদের পাশে থাকার জন্য তাঁরা যেন সাধারণ মানুষের মতোই ঈদ আনন্দ ভোগ করতে পারে সেই লক্ষ্যে তাদের জন্য কোরবানি গরু বিতরণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা নবী হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেকলীগের সভাপতি জিনালী ভান্ডারী,
ইউপি সদস্য জিন্নাত জাহান জিছান, যুবলীগ নেতা মুরাদ হোসেন , আবু তাহের , জয়নাল হাজারী , ছাত্রলীগ নেতা মেহেদী হাছন খান প্রমুখ ।
Our Facebook Page