রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চনপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার(২৭ জানুয়ারী)বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা টু কালীগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থকরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়াসহ চনপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করেছে। আমরা এই মিথ্যা মামলা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।কাজী মনির ও তাঁর সমর্থকরা বিভিন্ন সময়ে এই চনপাড়ার মানুষ কে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে থাকে তাই আমরা চনপাড়া এলাকাবাসী কাজী মনিরুজ্জামান মনির কে এই চনপাড়া অবাঞ্চিত ঘোষণা করেছি।এসয়ম বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মনির দেওয়ান, সাধারণ সম্পাদক,মানিক ঢালি সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবকদল নেতা রফিক,জাকির,করিম,রাব্বানী,চনপাড়া ইউনিয়ন
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈম,সিনিয়র যুগ্ম সম্পাদক রানা,শ্রমিক দলের সভাপতি সিদ্দিক,সাধারণ সম্পাদক রুবেল, জাসাসদের সভাপতি রাসেল,সাধারণ সম্পাদক পারভেজ,তাতী দলের সভাপতি কুদ্দুস,সাধারণ সম্পাদক শাজাহানসহ অনেকেই উপস্থিত ছিলেন।