রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘড় ভাংচুর ও হামলার অভিযোগ উঠেছে মেম্বার পদপ্রার্থীর বিরূদ্ধে।
রবিবার সন্ধায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘঠনায় পপী আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে সোহান মিয়া, সালাউদ্দিন, মাহফুজ, মাসুদ খা, রিয়াজ খা, ওয়াসিম , মহসিন ভুইয়া, জামির, ইব্রাহিম, সাজ্জাদ হোসেন সহ কয়েকজন জোটবদ্ধ হয়ে হাতে রাম, দা, ছেন দা, লোহার রড, বাশের লাঠি ইত্যাদি নিয়ে বাদী পপি আক্তার এর বসত বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, একপর্যায়ে আসামীরা আমার ভাইকে খুন করার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারপিট করিতে থাকে, তখন পপি আক্তার এর ফুফু কামরুন্নাহার আগাইয়া গেলে ২নং আসামী সালাউদ্দিনের হুকুমে ৩নং আসামী মাহফুজ হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাইকে খুন করার উদ্দেশ্যে মাথায় বাড়ি দিয়া মারাত্মক হাড়ভাঙ্গা জখম করে। ও ফুফু কামরুন্নাহারকে এলোপাথাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
অভিযোগ সুত্রে আরো জানা যায় ঘরে থাকা ২ টি মোবাইল ফোন ও ফুফুর গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায়।
অতপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।