রূপগঞ্জ বার্তা ডেস্কঃ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মোঃ নুরূল হক ব্যাপারী বাদি হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বাদী মোঃ নুরূল হক ব্যাপারী এর সাথে বিবাদী নাসিমা বানু ও রাহিমা বানুর মাধ্যে সম্পত্তি নিয়ে বেশ কয়েদিন যাবৎ বিরোধ চলে আসছে।
সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে গত ৮ সেপ্টেম্বর সকালে বিবাদী নাসিমা বানু, রাহিমা বানু ও ১০ থেকে ১৫ জন সন্তাসী নিয়ে একত্রিত হয়ে বাদী মোঃ নুরূল হক ব্যাপারীর বাসায় হামলা চালায়।
এসময় নব নির্মিত ২৬ ফিট দৈর্ঘ্য ও ৪ ফিট উচ্চতার সীমানা দেয়াল ভেঙে ফেলে। নুরূল হক ব্যাপারীর সদস্যরা বাধা দিতে গেলে প্রান নাশের হুমকি দেয়।
এসময় ভুক্তভোগীরা জানায় নাসিমা বানু নিজেকে আনসার ভিডিপির অফিসার পরিচয় দিয়ে বেশ কিছু দিন যাবত এলাকায় ভূমি দসূতা করে আসতেছে
Our Facebook Page