খোরশেদ আলম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া,মুড়াপাড়া,ভুলতা,গোলাকান্দাই ও ভোলাব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে গত ১১ নভেম্বর রূপগঞ্জ উপজেলার পাঁচ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান ।এ সময় বজলুর রহমান সহ উপজেলার ৫টি ইউনিয়নের ৫৯ জন মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেন।
এ সময় নবনির্বাচিত মেম্বারদের উদ্দেশ্যে শাহ নুসরাত বলেন -নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাহলেই একটি সুন্দর গঠন করা সম্ভব হবে।
এর আগে গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রূপগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান গন শপথ গ্রহণ করেন।