মাহামুদুল হাসান নয়নঃ নারায়ণগঞ্জ এর রূপগঞ্জে যুবকদের মাদক থেকে দূরে রাখতে মরহূম গাফ্ফার স্মৃতি স্বরনে দ্বি বার্ষিক গাফ্ফার স্মৃতি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টান-মুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু এর সঞ্চালনায় ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভুঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গাজী গ্রূপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
ফাইলান খেলার শুভ উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন ও রূপগঞ্জ সাব রেজীষ্ট্রী অফিসের অফিস সহকারী তানভীরূল ইসলাম ফয়সাল।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে নবী স্পোর্টিং ক্লাব বনাম মূশরী থ্রী স্টার স্পোর্টিং ক্লাব।
খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মাসুদ রানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা লায়ন খাইরূল আলম নয়ন, ৬ নং ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুম দোলন, দলিল লিখক আব্দুল্লাহ আল মামুন, সোলাইমান মন্ডল, মুক্তা আক্তার সহ অনেকে।
খেলায় নবী স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে থ্রী স্টার স্পোর্টিং ক্লাব জয়ী হয়।
পরিশেষে অতিথিরা খেলোয়াড়দের পুরষ্কার বিতরণ করেন। এবং জয়ীরা উল্লাশে মেতে ঔঠে