নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত সমাবেশে সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেছেনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।সমাবেশে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহবুবুর রহমান মাহবুব।এসময় ছাত্রদলের মিছিলে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা রহমান, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম শান্ত,আরিফুল রাসেল,ভোলাব ইউনিয়ন ছাত্রদলের নেতা আনাস,মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়সাল,গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার,ভূলতা ইউনিয়ন ছাত্রদল নেতা দিপু,আলামিন, বাইজিদ,রূপগঞ্জ ইউনিয়ন সাইফুল,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সারোয়ার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।