রূপগঞ্জ বার্তা ডেস্কঃ দেশ যখন করোনা মহামারীর কারনে প্রায় অচল হয়ে পরছে ঠিক তখনই চলে আসে পবিত্র মাহে রমজান।
করোনা ভাইরাস ঠেকাতে সরকার প্রথম রমজান থেকেই সারাদেশে ৭ দিনের লকডাউন দেওয়ার ঘোষণা দেন। লকডাউন দেওয়াতে খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা খুবই বিপদে পড়ে যায়।
সেই খেটে খাওয়া ছিন্নমূল অসহায় মানুষদের কথা চিন্তা করে পূর্ব ভিংরাব এর রহিজউদ্দিনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী জিয়ারুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন জিয়ারূল ইসলাম এর ছোট ভাই নাজমুল হাসান।
ইফতার সামগ্রীতে ছিল ১ কেজি মুড়ি, ১কেজি ছোলা, ১কেজি তেল, ২কেজি লবন, আর এক প্যাকেট টেঙ্ক।
ইফতার সামগ্রী বিতরণকালে জিয়ারূল ইসলাম এর ছোট ভাই নাজমুল হাসান জানান, জিয়ারুল ভাই অনেক আগে থেকেই মানবসেবার সাথে জড়িত। সুযোগ পেলেই মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন।