রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির আহবায়ক মুশফিকুর রহমান রিপনের অর্থায়নে ইউনিয়নের ১ হাজার ২শ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার দুপুরে রূপগঞ্জ সদর গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহিলালীগ নেত্রী লাকি আক্তার,আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আব্দুল আলীম আর্মি, আবদুল মতিন, আব্দুর রউফ, আব্দুস সালাম প্রমূখ৷
এ সময় উপস্থিত দরিদ্র ছাড়াও ওয়ার্ড ভিত্তিতে তালিকাভুক্ত ১ হাজার ২ শ দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় মুশফিকুর রহমান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির অনুপ্রেরণায় যুবলীগ নিন্ম আয়ের মানুষ এবং দরিদ্রদের পাশে আছে। মানুষের কাছে দায় বদ্ধতা থেকে ভবিষ্যতেও মানবিক কাজে সক্রিয় থাকবো।