নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেট থেকে একটি খয়েরি রংএর সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে গাউছিয়া মার্কেট-২ এর দ্বিতীয় তলা থেকে এ মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় চোর ও চুরি যাওয়া মোটরসাইকেলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় অজ্ঞাত চোরটি মোটরসাইকেলে বসে মার্কেটের সিকিউরিটির সাথে দীর্ঘক্ষন আলাপ করছে।
মোটরসাইকেলটি চুরির ঘটনায় আরিফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে যানা যায়, আরিফ মিয়া ও তার বড় ভাই খন্দকার ফারুক মিয়া দীর্ঘদিন যাবৎ গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় ওড়নার ব্যবসা করে আসছেন। শনিবার দুপুরে মার্কেটের দ্বিতীয় তলায় সিকিউরিটিকে বলে মোটরসাইকেলটি (যাহা ঢাকা মেট্রো -ল-৫৭-৯০১০) লক করে তার দোকানে চলে যায়। দোকানের কাজ শেষ করে ৩০ মিনিট পড়ে এসে দেখে উক্তস্থানে মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশের অনেক যায়গায় খোজাখুজি করেও মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক মোটরসাইকেল উদ্ধার ও চোরকে আটক করা হবে।