ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত এক্সপ্রেসওয়ের এই অংশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ রবিবার থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে।
এর আগে দুপুরে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) এর নির্দেশনায় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল এর নেতৃত্বে নেতাকর্মীদের এর বিশাল বহর নিয়ে সমাবেশ হলে প্রবেশ করে।
বিকাল সাড়ে তিনটার দিকে কাওলা অংশে এক্সপ্রেসওয়ের নামফলক উম্মোচন করেন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরেপৌনে চারটার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাগুলা থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে।
সেখানে টোলপ্লাজায় টোল পরিশোধ করে ফার্মগেটের উদ্দেশে রওনা দেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
মোস্তফা আল হোসাইন জানান, শেখ হাসিনা সার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছেন। বড় বড় মেগা প্রজেক্টসহ অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আগামী দিনেও আমরা শেখ হাসিনার সরকারকে চাই