রূপগঞ্জ বার্তা ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তরের ২৪ মে ২০২১খ্রি: তারিখের সকাল ০৯টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণীঝড় “ইয়াস” এ পরিনত হয়ে একই এলাকায় (অক্ষাংশ: ১৬.২ উত্তর, দ্রাঘিমাংশ: ৮৯.৯) অবস্থান করায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে রূপগঞ্জ উপজেলায় ১টি অস্থায়ী কন্ট্রোলরুম ও ৪টি অস্থায়ী ঘূর্ণীঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
যেকোন জরুরী অবস্থা মোকাবেলায় জনসাধারণ নিম্নোক্ত আশ্রয়কেন্দ্রসমূহে আশ্রয়গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
দেশের জরুরী প্রয়োজনে একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা সর্বদা প্রস্তুত স্বেচ্ছায় কাজ করার জন্য।
ক্রমিক
উপজেলা কন্ট্রোলরূমের নম্বর:০১৭১৫-৩৮১২৩০
ঘূর্ণীঝড় আশ্রয়কেন্দ্রের নামঃ
০১।সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
০২।পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়।
০৩।নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ।
০৪।গণবাংলা উচ্চ বিদ্যালয়।