রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন এর বেশ কিছু এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২২ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রূপগঞ্জ এর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি মামলায় বিভিন্ন অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলী ইকবাল মো: নুরূল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি:, জনাব আফিফা খান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , রূপগঞ্জ, জনাব মহসিনুল কাদির, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
এ সময় ৭/৮ টি গ্রামের প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ সংযোগ ব্যবহার না করার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।