রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাসিক ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মে) দুপুরে উপজেলা চনপাড়া শেখ রাসেল নগর এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এলআরপি ৫১ এর আয়োজনে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত কাদির বলেন, মাসিক কোন লজ্জা বিষয় নয় সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক । মাসিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, এল আরপি ৫১ চনপাড়া কমিউনিটি ক্লিনিকের প্রোগ্রাম অফিসার রতনা সরকার , ফিল্ড সহকারী নজরুল ইসলাম হালিমা আক্তার, রুনা সাবানা বেগম, ইয়াসমিন সুলতানা, আশা আক্তারসহ আরো অনেকেই।