রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ।
শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় এই শুভেচ্ছা জানানো হয়।
কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল ও সাধারণ সম্পাদক মোস্তাফা আল হোসাইন রাসেল এর নেতৃত্বে রূপগঞ্জ থানার নতুন ওসি আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
এসময় আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বলেন মাদকের সাথে কোন আপোষ করা হবে না। সকলের সহযোগিতায় এ মাদক নির্মূল করা হবে।
নবাগত অফিসার ইনচার্জ আরো বলেন, রূপগঞ্জ থেকে মাদক কে চিরতরে নির্মূল করাই আমার দায়িত্ব। এজন্য সকলের সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন। যুবসমাজ যাতে নষ্ট না হয় সেই দিকে আমার বিশেষ দৃষ্টি থাকবে।
তাছাড়া রূপগঞ্জে শান্তি শৃংখলা রক্ষা, মাদক ও জঙ্গীবাদ দমনে তিনি সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।
our Facebook page http://Facebook.com/rupgonjbarta24