রূপগঞ্জ বার্তা ডেস্কঃ আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চনপাড়ায় খাঁজা নিজামুদ্দীন দরবার শরীফের ভক্তবৃন্দ মো: বজলুর রহমানকে পুনরায় সমর্থন দিয়েছে । শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) ওরশে তারা সমর্থন দেন।
এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান বলেন, সবাই সাথে নিয়ে চনপাড়াকে আরও এগিয়ে নিয়ে যাব। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সহযোগিতায় চনপাড়া এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান (সভাপতি, বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম) ডাঃ মোঃ শামসুল আলম চিস্তি খাদেম, আলহাজ্ব মাওলানা আনিসুর রহমান জাফরি আাল্লামা রিয়াজ বিন হেলালী ,খাজা নিজাম উদ্দিন, ইব্রাহিম সরদার, আবুবকর সিদ্দিক , মাসুদ পারভেজ , রাশেল ইসলাম রানা ,মজিবুর রহমান দিনইসলাম প্রমুখ।