খোরশেদ আলম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের নির্দেশনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে ।
১১ ডিসেম্বর শনিবার সকালে চনপাড়া কমিউনিটি ক্লিনিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। যা ১১ থেকে ১৪ ডিসেম্বর টানা চারদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইন উদ্বোধন করেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চনপাড়া থেকে বার বার নির্বাচিত মেম্বার ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন-চনপাড়া কমিউনিটি ক্লিনিক এর ডাঃ নুসরাত কাদির,চনপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি নুরজাহান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভিটামিন ‘এ‘ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।তাই সকলকেই ভিটামিন এ ক্যাপসুল গ্ৰহন করা প্রয়োজন।