খোরশেদ আলম নিজস্ব প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পেলেন কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত মেম্বার (প্যানেল চেয়ারম্যান-১), চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান।
১২ জানুয়ারি বুধবার সকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করেন মোঃ বজলুর রহমান
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী উন্নত চিকিৎসার জন্য চেন্নাই থাকার কারনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার (প্যানেল চেয়ারম্যান-১) মোঃ বজলুর রহমানকে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা/সম্পাদন করার জন্য সাময়িকভাবে দায়িত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান।